Friday, July 15, 2016

আগামী মাস থেকেই Paypal বাংলাদেশে !!!

দীর্ঘ অপেক্ষার পর Paypal আগামী মাস থেকে বাংলাদেশে চালু হতে জাচ্ছে । বাংলাদেশের সোনালি ব্যাংক ও PayPal এর মদ্ধে এ বিষয় টি নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয় । প্রায় অনেক বছর নিয়ে paypal কে বাংলাদেশে পূর্ণভাবে
বাবহারের জন্য  এদেশের  প্রযুক্তিবিদরা সরকার কে অনুরধ করে আসছিলেন । Paypal হচ্ছে অনলাইন এ টাকা লেনদেন এর জন্য সবচেয়ে পরিচিত ও একটি অন্যতম নির্ভরযোগ্য একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান , এছারা এর আরও অন্যান্য   সুযোগ থাকায় বাংলাদেশের freelancer রা অনেকদিন থেকেই এটির জন্য paypal  অথরিটি কে অনুরধ করে আসছিলেন
জানা গেছে আগামী মাস থেকেই Paypal চালু হবে । Paypal চালু হওয়াতে এখন freelancer দের ই সবচেয়ে বেশি উপকার হবে। যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এতে আমরা অনেকদূর এগিয়েছিও। আশা করি ফ্রিল্যান্সারসহ দেশবাসীকে অল্প কিছুদিনের মধ্যে একটি সুখবর দিতে পারব । 
Share:

0 comments:

Post a Comment

Copyright © ProzuktiCafe.com | Powered by Blogger
Design by Prozukticafe | Blogger Theme by NewBloggerThemes.com