Thursday, June 30, 2016

Huawei Matebook উইন্ডোজ ট্যাবলেট পিসি রিভিউ

Huawei ব্রান্ড এর সাথে তো কম বেশি মোটামুটি সবাই পরিচিত আছেন ।এর প্রোডাক্ট সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই । আর এই জন্যই এখন প্রযুক্তি জগতে এই ব্রান্ড টি কে অন্যতম ব্রান্ড apple আর Microsoft এর সাথে তুলনা করলে কিছুটা বারিয়ে বলা হবে না বলে মনে করি ।
এই প্রতিষ্ঠান টির মোবাইল গুলো তো সবার অন্যতম প্রথম পছন্দ এমন কি তারা google এর সাথে Nexus ফোন ও তৈরি করেছে ।এখন সর্বশেষ খবর হল তাদের নতুন একটি ডিভাইস । যেটি হচ্ছে Huawei Matebook । এটি একটি উইন্ডোজ ট্যাবলেট পিসি  ।এই প্রথম কোন উইন্ডোজ ট্যাবলেট পিসি তে উইন্ডোজ ১০ এর পূর্ণ সংস্করণ ব্যবহার করা হয়েছে। আসুন এবার এর ভাল ও খারাপ দিক গুলো সম্বন্ধে জেনে নেই এটির সবচেয়ে যে ভাল দিক টা তা হল অনেক স্লিম  , নিখুত স্ক্রীন ও পরিস্কার সাউন্ড কোয়ালিটি আর সবচেয়ে যে খারাপ দিক সেটা হল এর সাথে যে কি বোর্ড টি দেখছেন এটির জন্য আপনাকে আলাদা টাকা গুনতে হবে। এছারাও এর ব্যাটারি ব্যাকআপ যে খুব একটা ভাল তা বলা যাবে ন,  তবে চলে ।
তবে সব কিছু ছাপিয়ে যে জিনিসটা সবার নজর কেরেছে সেটি হল এর Processor । এটি তে intel এর Core M Processor ব্যবহার করা হয়েছে যা আপনার পিসি কে সরবদা ঠাণ্ডা রাখবে কোণ রকম কুলার ফ্যান ব্যবহার করা ছারাই. তথ্য প্রযুক্তি বিসয়ক ওয়েবসাইট  Cnet এর এক রিভিউ তে এটি ১০ এ ৭ স্কোর করেছে । এটির দাম ধরা হয়েছে 699$
Share:

0 comments:

Post a Comment

Copyright © ProzuktiCafe.com | Powered by Blogger
Design by Prozukticafe | Blogger Theme by NewBloggerThemes.com