Tuesday, March 15, 2016

ওয়েব ব্রাউজার এর জন্য কিছু প্রয়োজনীয় Add-ons/Extensions

আশা করি সবাই ভালো আছেন, আজকে আমরা কিছু Addons (Firefox) ও Extensions (Google Chrome) নিয়ে আলোচনা করবো।

আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন না কোন ব্রাউজার ব্যবহার করি কেউ হয়তো Firefox / Google Chrome / Opera ব্যবহার করে থাকি কিন্তু প্রাই আমরা এইসব ব্যবহার করার সময় অনেক ধরনের ঝামেলার মাঝে পড়ি, যাইহোক আজকে আমি এমন কিছু ছোট ছোট টুলস এর কথা বলব যেগুলো দিয়ে অনেক কাজ সহজ হয়ে যায় আর  ঝামেলা থেকেও মুক্তি পাও্যা যাবে।




  •  Lastpass : এটি এমন একটি Addons/Extensions যা সবার কাজে লাগবে, এটি দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইট এর password save করে রাখতে পারবেন । এটির আরও অনেক সুবিধা আছে যেমন আপনি ফরম তৈরি করে রাখতে পারবেন আগে থাকেই যাতে করে আপনি নতুন ওয়েবসাইট এ খুব সহজেই signup করতে পারবেন।

  • Adblock/Adblock Plus :  এটিও এমন একটি Addon/Extension যা সবার কাজে লাগবেই এটি ওয়েব ব্রাউজার এ যুক্ত থাকলে আপনা আপনি যেকোনো ওয়েবসাইট এর বিরক্তিকর অ্যাড গুলো বন্ধ করে দিবে এবং এটি অনেকগুলো ট্যাব ওপেন হতে দিবে না এই অ্যাডগুলোতে বেশীরভাগ সময় ভাইরাস থাকে। 

  • Ghostrey : এই  Addon/Extension টি আপনাকে অপ্রয়োজনীও জাভা স্ক্রিপ্ট এর থেকে রক্ষা করবে যা আপনাকে ভাইরাস এর হাত থেকে আরও একধাপ এগিয়ে  রাখবে ।

  • Wot : এই Addon/Extension টির কাজ হলো ইন্টারনেট এ যত ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে কোনটি সুরক্ষিত আর কোনটি বিপদময় তা আগে থাকেই জানান দিবে। 
সবুজ হলো সুরক্ষিত , হলুদ হলো মোটামুটি আর লাল হলো বিপদজনক 
  • Web2PDF : এটি আমন একটি Addon/Extension যা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে , এটির দ্বারা আপনি খুব সহজই যেকোনো ওয়েবসাইট কে PDF আকারে Save করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য ।
  • Google Dictionary : খুবই কাজের একটি Addon/Extension এটি মনে করেন আপনি একটি ইংরেজি আর্টিকেল পড়ছেন তখন দেখলেন একটি শব্দ আপনার জানা নেই , কিন্তু এর সমাধান হলো এই Addon/Extension টি । এটি ব্রাউজার এ যুক্ত থাকলে যেকোনো ইংরেজি শব্দ এর উপর ডাবল ক্লিক করলে শব্দের অর্থ বের হয়ে যাবে । 
  • Evernote Web Clipper : আমরা অনেকই অ্যান্ডড্রএড স্মার্ট ফোন ব্যবহার করে থাকি আর স্মার্ট ফোন এ নোট করার দারুন সফটওয়্যার হলো এই Evernote কিন্তু আমরা হয়তো অনেক কিছু কম্পিউটারে  ও সার্চ করে থাকি যা অনেক সময় মোবাইলে ও দেখতে হয় তাই এই  Addon/Extension টি কম্পিউটার আর মোবাইল দুটোর মাঝে তথ্যগুলো একযায়গায় মিলিত করে যাতে করে পরবর্তীতে কম্পিউটার ও মোবাইলে ব্যবহার করা যায়। 
এরকম আরও অনেক Addon/Extension আছে যা ব্যবহার করে অনাক কাজ সহজে করা যায় কিন্তু মনে রাখতে হবে যতবেশি Addon/Extension ততবেশি কম্পিউটার র‍্যম ব্যবহার তাই অতীব জরুরি Addon/Extension রাখাই ভালো। সবাই ভালো থাকবেন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © ProzuktiCafe.com | Powered by Blogger
Design by Prozukticafe | Blogger Theme by NewBloggerThemes.com